মহাগ্রন্থ আল-কোরআন অবমাননার প্রতিবাদে গোলাপগঞ্জে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

সিলেট

রাসেল আহমদ, (গোলাপগঞ্জ প্রতিনিধি):::

সুইডেন ও নেদারল্যান্ডে সরকারি ছত্র ছায়ায় মহাগ্রন্থ আল-কোরআনের অবমাননার প্রতিবাদে গোপালগঞ্জে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৮শে জুলাই, ২০২৩ইং(শুক্রবার) বাদ জুম্মা গোলাপগঞ্জ চৌমুহনী জামে মসজিদের সামনে হাজার হাজার তাওহীদি জনতার উপস্থিতিতে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল সম্পন্ন হয়।

জুম্মার নামাজ শেষেই প্রথমে গোলাপগঞ্জ চৌমুহনী জামে মসজিদের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।এসময় মুসল্লীদের মধ্যে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ সুশীল সমাজের গন্যমান্য ব্যাক্তিবর্গ।সমাবেশে বক্তারা সুইডেন ও নেদারল্যান্ডের সরকারি ছত্র ছায়ায় মহাগ্রন্থ আল-কোরআনের অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।এছাড়াও সুইডেন ও নেদারল্যান্ডের বাংলাদেশে আমদানিকৃত সকল পন্যকে বয়কট জানান এবং বাংলাদেশে অবস্থিত এ দু-দেশের দূতাবাসকে বন্ধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

সমাবেশে বক্তাদের বক্তব্য শেষেই এক বিশাল বিক্ষোভ মিছিলের মাধ্যমে প্রতিবাদ সভা সমাপ্ত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *