নির্বাচন সামনে রেখে ভীতিকর
পরিস্থিতি সৃষ্টি করছে সরকার
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ মাওলানা আব্দুর রব ইউসুফী বলেছেন, দেশের রাজনীতি আজ অনিশ্চিত। সরকার সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। সকল রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিগণ সরকারি দলের প্রতি সংকট সমাধানের কথা বারবার বললেও সরকার কোন ব্যবস্থা নেয়নি। এই দেশের জনগন আর কোন তামাশার নির্বাচন দেখতে চায় না।
মহানগর যুব জমিয়তের আহবায়ক যুব নেতা মাওলানা কবির আহমদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাওলানা ইউসুফী আরও বলেন, জীর্ণশীর্ণ গুণে ধরা সমাজ বিনির্মানে যুব সমাজকে আদর্শবান হিসেবে জাতির সামনে উপস্থাপন করতে হবে। ইসলামি।খেলাফত প্রতিষ্ঠায় দেশ ও জাতির স্বার্থে যুব সমাজকে ঝাঁপিয়ে পড়তে হবে।
মহানগর যুব জমিয়তের সদস্য সচিব মুফতি বাহরুল আমীন ও যুগ্ম সদস্য সচিব হাফিজ আব্দুল করিম দিলদার এর যৌথ সঞ্চালনায় সদস্য সম্মেলন ও কাউন্সিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুব জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহীমুল হক।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তের উপদেষ্টা শায়খুল হাদীস আল্লামা শফিকুল হক সুরইঘাটি।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি ইসহাক কামাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা জমিয়তের সভাপতি মাওলানা মুশাহিদ আহমদ দয়াময়ী, মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমান, সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ আব্দুর রহমান সিদ্দিকী, সহ সভাপতি মাওলানা মুখলিছুর রহমান রাজাগঞ্জী, সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান তালুকদার, সহ প্রচার সম্পাদক মাওলানা আতিকুর রহমান নগরী, মাওলানা কামরুল ইসলাম সিদ্দিকী, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা আহমাদুল হক উমামা, সিলেট জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক লুকমান হাকিম, মহানগর ছাত্র জমিয়তের আহবায়ক মাওলানা লুৎফুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর যুব জমিয়তের আহবায়ক কমিটির সদস্য মাওলানা আসাদ উদ্দিন, আহবায়ক কমিটির সদস্য সৈয়দ উবায়দুর রহমান, আহবায়ক কমিটির সদস্য মাওলানা কাউসার আহমদ, আহবায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব হাফিজ মাওলানা আব্দুল করীম দিলদার, আহবায়ক কমিটির সদস্য মাওলানা আবু সুফিয়ান, আহবায়ক কমিটির সদস্য মাওলানা ফরহাদ কোরেশী, আহবায়ক কমিটির সদস্য মাওলানা আফতাব উদ্দীন খান, আহবায়ক কমিটির প্রচার সচিব মুফতি সিরাজুল ইসলাম, মাওলানা আফজাল হুসাইন খান, মাওলানা বদরুল ইসলাম প্রমুখ।
শেয়ার করুন