স্টাফ রিপোর্টার:
মহান বিজয় দিবস উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে প্রেসক্লাব কার্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, বর্তমান কোষাধ্যক্ষ জামাল মিয়া, সদস্য শহিদুর রহমান, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব।
এরপূর্বে সকাল ১০ টায় উপজেলা স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, কোষাধ্যক্ষ জামাল মিয়া, সদস্য নূর উদ্দিন, মোহাম্মদ নূরুল ইসলাম, সুজিত দেব, ফারুক আহমদ।