মহান বিজয় দিবস উপলক্ষে দিরাই রিপোর্টার্স ইউনিটির পুষ্পস্তবক অর্পণ

জাতীয়

দিপংকর বনিক দিপু,দিরাই(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ

১টি যুদ্ধ, ৯টি মাস, ৭জন বীরশ্রেষ্ঠ, ১টি মহান বিজয় দিবস, এই দিবসটি উপলক্ষ্যে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সুনামগঞ্জের দিরাইয়ে বিভিন্ন পত্রিকার কর্মরত সাংবাদিক সংগঠন দিরাই রিপোর্টার্স ইউনিটি।
শুক্রবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে দিরাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাহিদ আহমেদ সরদার ও সাধারণ সম্পাদক হিল্লোল পুরকায়স্থের নেতৃত্বে দিরাই উপজেলা স্মৃতিসৌধে সংগঠনের সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি রুকনুজ্জামান জহুরী, জীবন সুত্রধর, যুগ্ম সম্পাদক মুহিবুর রহমান, আক্তার সাদিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিপংকর বনিক দিপু, কোষাধ্যক্ষ রবীনুর চৌধুরী নির্বাহী সদস্য শিশির অধিকারী প্রমুখ। এছাড়া আরও উপস্থিত ছিলেন সাংবাদিক জিয়াউর রহমান লিটন, সামছুল ইসলাম, প্রশান্ত কুমার তালুকদার প্রমুখ। পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির সূর্যসন্তানদের প্রতি একমিনিট নিরবতার মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *