মহান বিজয় দিবস উপলক্ষে পৌর প্যানেলমেয়র লিটন রায় এর শুভেচ্ছা ও অভিনন্দন

জাতীয়

দিপংকর বনিক দিপু,দিরাই(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ

মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে সুনামগঞ্জের দিরাই পৌরবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, পৌর প্যানেলমেয়র লিটন রায়। প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, বাঙ্গালী জাতির ইতিহাস, ঐতিহ্য ও গৌরবের দিন ১৬ ডিসেম্বর। ৯ মাসের হত্যা, গণহত্যা, ধর্ষন, অগ্নি সংযোগ, লুন্ঠন থেকে মুক্তির এইদিন। ১৬ ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। বিবৃতিতে তিনি আরো বলেন, ৭১এর মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগ ও ২লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমারা আমাদের এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধা সাথে স্মরন করি স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে।
শ্রদ্ধাভরে স্মরণ করি স্বাধীনতা যুদ্ধের সকল শহীদ- বীরমুক্তিযোদ্ধা ও বীরদের। পৌর প্যানেলমেয়র লিটন রায় বলেন , মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার রুহের মাগফিরাত কামনা করেন তিনি এবং মুক্তিযুদ্ধের চেতনায় দিরাই পৌরবাসীকে সুখি সম্মৃদ্ধ একটি বাংলাদেশ গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *