মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়

জাতীয়

আকরাম হোসেন:- অদ্য ২৫ মার্চ ২০২৩ ইং রোজ শনিবার নরসিংদী মডেল থানায় মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

“২৫ মার্চ কালরাতে রাজারবাগ পুলিশ লাইসে সশস্ত্র প্রতিরোধে স্বাধীনতার প্রথম বুলেট ছুড়েছিল বাংলাদেশ পুলিশ”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী আশরাফুল আজীম, পিপিএম পুলিশ সুপার, নরসিংদী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী, নরসিংদী সদর পৌরসভার মেয়র আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু। মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার ফোরাম ৭১ এর সম্মানিত সভাপতি আব্দুল মোতালিব পাঠান, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিব সহ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ কারী বীর মুক্তিযোদ্ধা গণ উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ছাত্র লীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন সহ নরসিংদী জেলা ছাত্র লীগের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাজী আশরাফুল আজীম পিপিএম পুলিশ সুপার বলেন, বাংলাদেশ পুলিশ বাংলাদেশের পক্ষে ও মুক্তি যুদ্ধের পক্ষে কাজ করে যাবে।যতদিন বাংলাদেশ থাকবে, বঙ্গবন্ধু ও মুক্তি যুদ্ধের ইতিহাস প্রাসঙ্গিক থাকবে।মুক্তিযুদ্ধে অংশগ্রহণ কারী বীর মুক্তিযোদ্ধাদের লাল সালাম জানাই, আপনার দেশের সূর্য সন্তান। আপনাদের ত্যাগের বিনিময়ে আজ স্বাধীন বাংলাদেশ। আপনাদের যথাযথ সম্মান তরুণ প্রজন্ম দিবে।

উল্লেখ যে উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন নরসিংদী জেলা পুলিশ ও সেক্টর কমান্ডার্স ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *