মহান স্বাধীনতা দিবস (২৬ মার্চ) যথাযথ মর্যাদায় পালন উপলক্ষ্যে সিলেট মহানগর আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে।
এসব কর্মসূচীর মধ্যে রয়েছে, ২৫ মার্চ দিবাগত রাত ১২টা ১ মিনিটে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ, ২৬ মার্চ রোববার দুপুর ১২টায় তালতলাস্থ গুলশান হোটেলের তৃতীয় তলার ডাইনিং হলে আলোচনা সভা ও দোয়া মাহফিল।
এসব কর্মসূচীতে মহানগর আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দসহ ওয়ার্ড আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদেরকে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন।
শেয়ার করুন