নারায়ণগঞ্জের বন্দরের মদনপুরের দেওয়ানবাগ গেটে এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুটি পিকআপে ভাঙচুর ও আগুন লাগিয়েছে অজ্ঞাতরা। আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে বন্দর স্টিল সংলগ্ন মহাসড়কে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হঠাৎ একদল যুবক এসে মহাসড়কে চলাচলরত যানবাহনে ইটপাটকেল ছুড়ে এবং ভাঙচুর শুরু করে। এসময় দুটি মালভর্তি পিকআপে অগ্নিসংযোগ করে তারা। বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর জানান, ‘যে কেউ অগ্নিসন্ত্রাসের চেষ্টা করবে তাদের ছাড় দেওয়া হবে না।’
শেয়ার করুন