সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে ১৯নং ওয়ার্ডে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাত ৯টায় রায়নগর সোনারপাড়া আব্দুর রহমান জামিলের বাসভবনের সামনে জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি সালমা বাসিত এর সভাপতিত্বে ও ১৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুর রব সায়েম এর সঞ্চালনায় মহিলা সমাবেশে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সহধর্মিণী হলি চৌধুরী।
বক্তব্যে তিনি বলেন, আমার স্বামী আনোয়ারুজ্জামান চৌধুরী একজন সাধারণ মানুষ। আপনারা যদি ভালবেসে তাকে ভোট দেন তাহলে শুধু নগর ভবনই নয়, আমাদের বাসার দরজা আপনাদের জন্য সব সময় খোলা থাকবে। তিনি নির্বাচিত হলে এই সিলেটে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ।
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সাবেক মেয়র কামরান পত্নী মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি আসমা কামরান, মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ আব্দুর রহমান জামিল, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা নাজরা বেগম, সিলেট জেলা পরিষদের সদস্য ও যুবলীগ নেত্রী সুষমা সুলতানা রুহী, অরুণ পাল ঝলক, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমদ খান, জেলা আওয়ামী লীগের সদস্য আব্দাল মিয়া, হুরায়রা ইফতার হোসেন, মহানগর আওয়ামী লীগের সদস্য খলিল আহমদ প্রমুখ।
শেয়ার করুন