মাউন্ট মঙ্গানুইয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বৃষ্টি হানা দিয়েছে।
বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার সময় নিউজিল্যান্ডের রান ১১ ওভারে ২ উইকেটে ৭২। ২৪ বলে ১৮ রানে অপরাজিত মিচেল, ১৪ বলে ৯ রান করে ব্যাটিং করছেন ফিলিপস।
এরআগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
নেপিয়ারে প্রথম টি-টোয়েন্টিতে জিতে বাংলাদেশ আছে ইতিহাস গড়ার সন্নিকটে। সিরিজ জিতলে পারলে নিউজিল্যান্ডের মাটিতে হবে প্রথমবারের মতো সিরিজ জয়।
গত ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন লিটন দাস। ইনজুরির কারণে তার বদলে জায়গা পেয়েছেন শামীম হোসেন পাটোয়ারি। উইকেট কিপিং করছেন রনি তালুকদার।
অপরিবর্তিত একাদশ নিয়ে নেমেছে নিউজিল্যান্ড। ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি জিতে এগিয়ে আছে বাংলাদেশ দল।
বাংলাদেশ একাদশ: রনি তালুকদার, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, শামীম হোসেন, শেখ মাহেদি, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ: মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, টিম সেইফার্ট, মার্ক চ্যাপম্যান, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, বেন সিয়ার্স, ইশ সোধি ও টিম সাউদি।
শেয়ার করুন