হাফিজ মাওঃ আব্দুল আলীম
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধিঃ-
০৭-০৭-২০২২
গত ০৬-০৭-২০২২ইং তারিখে মাওলানা শাহ আবদুল কুদ্দুছ নূরী মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে শিবপাশা শাহ আব্দুল কুদ্দুছ নূরী দাখিল মাদ্রাসার সেমিনার হলে বন্যায় কবলিত মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়।
উক্ত ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব শাহ নূর উদ্দিন সাহেবের সভাপতিত্বে ও মাদ্রাসার সুপার ভাঃ হাফিজ মাওঃ আব্দুল আলীমের সঞ্চালনার মাধ্যমে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আন্জুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক, নাছির উদ্দীন খাঁন, শিবপাশার কৃতি সন্তান জনাব ডাঃ সামছু তালুকদার, শিবপাশা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি,জাহেদুল ইসলাম চৌধুরী,ঢাকা’স্থ আজমিরীগঞ্জ উপজেলা এসোসিয়েশনের সম্মানিত নির্বাহী কমিটির সদস্য জনাব এস এম মারুফ আহমেদ।
আরও উপস্থিত ছিলেন,শাহ ওলিউল্লাহ হাফিজিয়া এতিমখানার সুপার হাফিজ শাহজাহান মিয়া,মাদ্রাসার নির্বাহী কমিটির সদস্য জনাব তাহের মিয়া,সাবাজ মিয়া,শাহ জাহিনূর রহমান প্রমুখ।
শেয়ার করুন