মাদ্রাসা ই হযরত আবু বকর সিদ্দিক ( রাঃ) এর সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

সিলেট
মাদ্রাসা ই হযরত আবু বকর সিদ্দিক ( রাঃ) এর উদ্যোগে বৃহত্তর হেতিমগঞ্জ এলাকার বিভিন্ন  স্কুল মাদ্রাসার ছাত্র ছাত্রীদের মধ্যে সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব হযরত মাও: ফারুক আহমদ খানের সভাপতিত্বে এবং মাদ্রাসার সুপার, মাওলানা আমিরুল ইসলামের পরিচালনায় ৭ জানুয়ারি শনিবার মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্র আবু বকর সিদ্দিক খান এর পবিত্র কুরআন তেলাওয়াত এবং আকিল আহমদ এর হামদ পরিবেশণের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানের বক্তব্য পর্ব আরম্ভ হয় অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ সাব্বির হুসেইনের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কায়স্থগ্রাম কেন্দ্রীয় হযরত শাহজালাল (রাঃ) জামে মসজিদের খতিব হযরত মাওলানা সাইফুর রহমান রাজু সাহেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাও: সিরাজ উদ্দিন, সাবেক শিক্ষক জনাব ইফতেখার আহমদ টুনু, শামীম আহমদ, হাফেজ জুনায়েদ আহমদ, মাহমুদ আহমদ খান প্রমুখ।
উক্ত প্রতিযোগিতায় ক গ্রুপ (১ম- ২য় শ্রেণি) থেকে প্রথম স্থান অধিকার করেন মাদ্রাসা ই হযরত আবু বকর সিদ্দিক (রা:) এর ছাত্র মুজাহিদুল ইসলাম, দ্বিতীয় স্থান অধিকার করেন জামেয়া মজিদিয়া ইসলামিয়া কুচাই এর ছাত্র আরিফুল ইসলাম নাবিদ, তৃতীয় স্থান অধিকার করেন এইচ,এম,সেলিম শিশু বিদ্যালয়ের ছাত্র আদিল আহমেদ।
খ গ্রুপ (৩য়- ৫ম শ্রেণি)
প্রথম স্থান অধিকার করেন জামেয়া ইসলামিয়া হেতিমগঞ্জ এর ছাত্র মাহবুবুর রহমান রায়হান, দ্বিতীয় স্থান অধিকার করেন কায়স্থগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী আবিদা বেগম, তৃতীয় স্থান অধিকার করেন লরিফর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী বুরহানা জান্নাত সাজেদা।
গ গ্রুপ (৬ষ্ঠ – ১০ম শ্রেণি) থেকে প্রথম স্থান অধিকার করেন মাদ্রাসা ই হযরত আবু বকর সিদ্দিকের ছাত্র আবু বকর সিদ্দিক খান, দ্বিতীয় স্থান অধিকার করেন মাহমুদ হোসাইন মহিলা মাদ্রাসার ছাত্রী খাদিজা জান্নাত মনিরা, তৃতীয় স্থান অধিকার করেন হযরত ফাতেমা (রাঃ) বালিকা মাদ্রাসার ছাত্রী ছাকিরা জান্নাত। বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার হিসাবে নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সবাইকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
পরিশেষে উক্ত অনুষ্ঠানের সভাপতি  মাওলানা ফারুক আহমেদ খান সাহেবের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *