মাধবপুরে অতিরিক্ত রক্তক্ষরণে রোগী মৃত্যুর অভিযোগ, লাখ টাকায় নিষ্পত্তি

হবিগঞ্জ

 

রিংকু দেবনাথ,মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরে প্রাইম হাসপাতাল নামে একটি প্রাইভেট ক্লিনিকে সিজার করাতে গিয়ে ডাক্তারের অবহেলায় অতিরিক্ত রক্তক্ষরন হয়ে রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে স্বজনরা।এ ঘটনায় রোগীর স্বজনরা হাসপাতালে এসে প্রতিবাদ করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে হাসপাতাল কতৃপক্ষ এক লক্ষ টাকা দিয়ে বিষয় টি আপোষে নিষ্পত্তি করেন।রোগীর স্বজনরা জানান, উপজেলার চৌমুহনী ইউনিয়নের সাহেবনগর গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী খাদিজা আক্তার গর্ভবতি হলে মঙ্গলবার দুপুরে তাকে মাধবপুর প্রাইম হাসপাতালে এনে ভর্তি করে। বিকেলে হাসপাতালের ডাক্তার শাহরীন হক খাদিজার সিজার করেন। এতে খাদিজার একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়। সিজারের পর থেকেই খাদিজার অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল।অবস্থা খারাপ দেখে বুধবার(১৩ জুলাই) সকালে খাদিজাকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা কথা থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষ রোগীকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করে।
ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খাদিজাকে মৃত ঘোষণা করেন।ঘটনার খবর পেয়ে বুধবার বিকেলে খাদিজার স্বজনরা হাসপাতালে এসে ভিড় করে প্রতিবাদ করে। এ সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।পরে প্রাইম হাসপাতালের পরিচালক আসেদুল হক জিন্টু ১ লক্ষ টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেন।
এই প্রাইম হাসপাতালের বৈধ কাগজপত্র না থাকায় সম্প্রতি প্রশাসন হাসপাতালটিকে বন্ধ করে দিলেও অদৃশ্য কারণে প্রাইম হাসপাতাল কিছুদিনের মধ্যেই আবার চালু হয়।
হবিগঞ্জের মাধবপুর চুনারুঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ জানান, এ ঘটনায় কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুরুল হকের সঙ্গে যোগাযোগ করার জন্য একাধিকবার তার ব্যবহার মোবাইলে কল করলেও তিনি রিসিভ করেন নি। ক্ষুদে বার্তা দিলেও তিনি কোন উত্তর দেন নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *