মাধবপুরে কার্নিভাল ইন্টারনেটে শাখার শুভ উদ্বোধন

হবিগঞ্জ

 

রিংকু দেবনাথ
মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি:
বাংলাদেশের সবচেয়ে বড় ফাইবার ব্রডব্যান্ড কার্নিভাল ইন্টারনেট এর মাধবপুর শাখার শুভ উদ্ভোধন করা হয়েছে।বুধবার (২৫ অক্টোবর) সকাল ১১’০ টার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মাধবপুর সদরে ‘সায়হাম ফিউচার’ কমপ্লেক্স এর গ্রাউন্ড ফ্লোরে মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধি প্যানেল চেয়ারম্যান মোঃ আরজু মিয়া মেম্বারের সভাপতিত্বে এবং মোঃ আল-আমিন ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস,এ,এফ,এম শাহজাহান।বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকিরুল হাসান, সহকারি শিক্ষা কর্মকর্তা কবিরুল ইসলাম, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার পক্ষে সেকেন্ড অফিসার শাহানুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন,সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি। এছাড়াও সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মাধবপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি রুকন উদ্দিন লস্কর, যুগ্ম সম্পাদক আলমগীর কবির,মাধবপুর উপজেলা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী,শেখ জাহান রনি,জুলহাস উদ্দিন রিংকু, রিংকু দেবনাথ, তন্ময়, গউস, চাঁদ সুলতানা চৌধুরী শাবানা সহ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *