রিংকু দেবনাথ
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে পুলিশের অভিযানে চোরাই মোবাইল সহ একজনকে করেছে পুলিশ।
পুলিশের সুত্রে জানা যায়, মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাকের নির্দেশে এসআই অনিক দেব সংঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আন্দিউড়া গ্রামের দাসপাড়ায় রতন দাস এর বাড়ির দক্ষিণ পাশে অভিযান পরিচালনা করে গতকাল ২২ ফেব্রুয়ারী সন্ধ্যা ৭ ঘটিকায় রাফি চৌধুরী (২৬) নামে এক যুবককে আটক করা হয়। আটকৃত যুবককের কাছ থেকে ২২টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়। আটককৃত রাফি চৌধুরী আন্দিউড়া গ্রামের স্বপন চৌধুরীর ছেলে।মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক সততা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতঃ আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।