রিংকু দেবনাথ
মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামের অষ্টম শ্রেণির ছাত্রী মাসুমা আক্তার কে আত্মহননের প্ররোচনায় দায়ে আব্দুল করিম (২২) নামে এক আসামি কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৭ ফেব্রুয়ারী) ভোররাতে মাধবপুর থানার এসআই আব্দুল কাদের আন্দিউড়া গ্রামে অভিযান চালিয়ে আসামী কে গ্রেফতার করে। সে উপজেলার আন্দিউড়া গ্রামের আব্দুল আওয়ালের ছেলে। উল্লেখ গত শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে আন্দিউড়া প্রাথমিক বিদ্যালয়ের কিশোর কিশোরী ক্লাবের গান শিখতে যায়। এসময় ওই গ্রামের কিশোর গ্যাং সদস্য নয়ন, ইমন, বিজয়, আরমান ৪ বকাটে কিশোর বিদ্যালয়ের কক্ষে ঢুকে শারীরিক নির্যাতন করে। পরে সন্ধ্যায় অপমান সইতে না পেরে বিষপানে আত্মহত্যা করে।মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক সততা নিশ্চিত করে বলেন অন্য আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
শেয়ার করুন