রিংকু দেবনাথ
মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু পক্ষের মধ্যে সংঘর্ষে শরিফ মিয়া নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। রোববার(৮ ডিসেম্বর)সকালে উপজেলার আদাঐর ইউনিয়নের মিঠাপুকুর গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, মিঠাপুকুর গ্রামে শরিফ মিয়া ও ভাই শহিদ মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। সকালে উভয় পক্ষের লোকজনের মধ্যে ঝগড়ার সৃষ্টি হলে শাদত আলীর ছেলে শরিফ মিয়া মারা যায়।মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করা হচেছ। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। তবে কোন পক্ষ এখনো অভিযোগ করেনি।
শেয়ার করুন