মাধবপুরে থানা সভাকক্ষে মারামারি: পুলিশ এসল্ট মামলায় ১৪ জন কারাগারে

হবিগঞ্জ

হবিগঞ্জের মাধবপুরে থানায় শালিসে সংঘর্ষের ঘটনায় পুলিশ এসল্ট মামলায় ১৪ জনকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

তারা হলেন উপজেলার বেজুড়া গ্রামের হেলাল মিয়া (৩০), দুলাল মিয়া (২৫), মমরাজ (২৮) জাবেদ মিয়া (৩০) সিরাজুল ইসলাম (৬০), লোকমান মিয়া (৪০), জামাল মিয়া (৩৫), রজব আলী (৪৫), মিজান মিয়া (৩০) শাহআলম (৩৫), কামাল মিয়া (৪০), হুমায়ূন কবীর (৫০), আব্দুল হাই(৪০) হৃদয় মিয়া (২৫)।

শুক্রবার বিকেলে আটক ১৪ জনকে পুলিশ এসল্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মাধবপুর থানার পুলিশ পরিদর্শক আতিকুর রহমান জানান, থানা এলাকায় একটি শালিসে বেজুড়া গ্রামের দুপক্ষের লোকজন মারামারিতে লিপ্ত হয়। মারামারির সময় তাদের নিক্ষেপ করা প্লাস্টিক চেয়ার ও দেশীয় অস্ত্রে ৬ পুলিশ আহত হন। এ ঘটনায় মাধবপুর থানার এসআই সাইদুল ইসলাম উপজেলার বেজুড়া গ্রামের হেলাল মিয়াকে প্রধান আসামি করে ৫৪ জনের নামসহ অজ্ঞাত ২০/২৫ জনের পুলিশ এসল্ট মামলা করেন। মামলায় আটক ১৪ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *