রিংকু দেবনাথ
মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৮ মার্চ) সকালে মাধবপুর উপজেলা পরিষদ হলরুমে স্বচ্ছতায় দক্ষিণ খড়কি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি ( রেজি: নং- ১৫৩৬(৯৬)৯৩) এর মাধবপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়। এতে সভাপতি-মাহফুর রহমান(প্রঃশিঃ)সুরমা সঃপ্রাঃবিঃ,সিনিয়র সহ-সহ সভাপতি-ভানু চন্দ্র রায়(প্রঃশিঃ)বানেশ্বর সঃপ্রাঃবিঃ সাধারণ সম্পাদক -সুলেমান মিয়া(সহঃশিঃ)মনতলা সরকারি প্রাঃবিঃ,সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ মিলাদ হোসেন ভূঞা,(সহঃশিঃ)গুমুটিয়া সঃপ্রাঃবিঃ নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।