রিংকু দেবনাথ
মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরে প্রভাবশালী লোকদ্বারা এক ব্যাক্তির বাড়িঘর দখল করার চেষ্টা করা হচেছ বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে হবিগঞ্জ পুলিশ সুপারের নিকট একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হাড়িয়া গ্রামের আব্দুর নুর মিয়ার ছেলে তারেক মিয়া ২০২০ সালে রেজিষ্ট্রি করে একই গ্রামের জজ মিয়ার নিকট থেকে সাড়ে ৩ শতক জায়গা ক্রয় করে বাড়িঘর নির্মান করে।গত বছর যাবত আব্দুর নূর মিয়ার ছেলে আক্তার মিয়া তার ভাই শাহীন মিয়া ও তুহিন মিয়া সহ কয়েকজন মিলে তার বাড়িঘর ভাংচুর করে জায়গা দখল করার চেষ্টা করছে। এ ব্যাপারে তারেক মিয়া হবিগঞ্জ পুলিশ সুপারের নিকট একটি লিখিত অভিযোগ করেছেন।
এ ব্যাপারে আক্তার মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগ গুলো সত্য নয়।