মাধবপুরে বিজিবি’র হাতে গাঁজাসহ ২ কারবারি আটক

হবিগঞ্জ

রিংকু দেবনাথ
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ-

হবিগঞ্জের মাধবপুরে ৬ কেজি ভারতীয় গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সোমবার (১আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধর্মঘর ইউনিয়নের সীমান্তের মেইন পিলার ১৯৯৯/৯ এস হতে ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সোয়াবই নামক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।তারা হলেন- মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের সোয়াবই গ্রামের মোঃ আলমগীর হোসেন এর ছেলে রাকিব (২২) ও নিজনগর গ্রামের মৃতঃ আব্দুর রাজ্জাক এর ছেলে লিটন মিয়া (৩০)।বিজিবি জানান, হরষপুর বিওপি ক্যাম্পের নায়েক মোঃ ইউসুফ এর নেতৃত্বে একদল বিজিবি’র সৈনিকরা অভিযান চালিয়ে উল্লেখিত আসামিদের সাথে থাকা ১টি ব্যাগ তল্লাশি করে মাদকসহ তাদের আটক করা হয়।সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোঃ ফেরদৌস কবীর পিএসসি এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত মাদক কারবারীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *