রিংকু দেবনাথ
মাধবপুর ( হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরে বিদ্যুৎস্পর্শে সামায়ুন মিয়া ( ২০) নামে এক নির্মান শ্রমিকের মৃত্যু। রোববার বিকেলে পুলিশ লাশ উদ্ধার করেছে।সামায়ুন বানিয়াচং উপজেলার তব্বসখানি গ্রামের গোলাপ মিয়ার ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সামায়ুন মিয়া মিয়া নোয়াপাড়া ইউনিয়নের ইটখোলা গ্রামের একটি বাড়িতে থেকে বিল্ডিং নির্মানের কাজ করত। রোববার বিকেলে সামায়ুন মিয়া বিল্ডিংয়ে উঠে রড কাটার সময় বিদুৎতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করেছেন।