রিংকু দেবনাথ
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদকে (৭৫) দাফন করা হয়েছে। তিনি গতকাল শুক্রবার আন্দিউড়া ইউনিয়নের হাঁড়িয়া এলাকার নিজ বাসস্থান হাজী বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হাঁড়িয়া গ্রামের হাজী বাড়ীতে রাষ্ট্রীয় মর্যাদা (গার্ড অব অনার) প্রদান করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল সাত্তার বেগ ও জানাযা শেষে স্থানীয় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এসময় উপস্থিত ছিলেন মাধবপুর থানার এসআই শুভ দে, উপজেলা মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দেরা, হাজী অলিউল্লাহ সহ এলকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা। তিনি তার সহধর্মিণী এবং ২ ছেলে সন্তান ও ৯ মেয়ে সন্তান রেখে যান।