মাধবপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে দুইজনের মৃত্যুদণ্ড

হবিগঞ্জ

হবিগঞ্জের মাধবপুরে দশম শ্রেণির এক ছাত্রীকে (১৬) ধর্ষণের অভিযোগে দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক এস এম নাসিম রেজা এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, মাধবপুর উপজেলার দুর্গাপুর গ্রামের ওয়াদ আলীর ছেলে শাহীন মিয়া (৪৫) ও রাজেন্দ্রপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে মোস্তফা মিয়া (৩৫)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. মোস্তফা মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৯ সালের ১৮ জুন গভীর রাতে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে দশম শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণ করে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা। এ ঘটনায় ছাত্রীর বাবা ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাদেরকে মৃত্যুদণ্ডাদেশ দেন। একই সঙ্গে দুজনের প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

আইনজীবী মো. মোস্তফা মিয়া রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। ভবিষ্যতে এরকম ন্যাক্কারজনক কাজ করা থেকে বিরত থাকতে এ রায় নজির হয়ে থাকবে। দ্রুত আসামিদের রায় কার্যকর হবে বলে আশা করছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *