রিংকু দেবনাথ
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর থানার পুলিশের বিশেষ অভিযানে ১২০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ এক জন মাদক ব্যবসায়ী যুবক গ্রেফতার করে।গতকাল রবিবার ১৯ মার্চ ৪ ঘটিকার সময় গোপন সংবাদ ভিত্তিতে এসআই মঞ্জুরুল ইসলাম সংঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ০৩নং বহরা ইউনিয়নের পূর্ব মেরাশানী গ্রামের শান্তি সুত্রধরের বাড়ীর উত্তর পাশ্বে রউফ মিয়ার ওয়ার্কসপ এর সামনে মনতলা টু মাধবপুর গামী পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মোঃ রিপন মিয়া (২৫), গ্রেফতার করা হয়। সে মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়ন রাজেন্দ্রপুর গ্রামের মোঃ জসিম মিয়ার ছেলে।এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাজ্জাক জানান,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে, সোমবার(২০মার্চ)দুপুরে দিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
শেয়ার করুন