মাধবপুরে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপিত

হবিগঞ্জ

রিংকু দেবনাথ
মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাঙ্গালীর স্বাধীনতার আনুষ্ঠানিক বীজ বপন হয়েছিল এই দিনে। তাই এই দিনটি বাঙালি জাতির জীবনে এক অবিস্মরণীয় দিন। মুজিবনগর সরকারেের শপথের মধ্য দিয়ে বাঙ্গালী জাতি স্বাধীন বাংলাদেশ বিনির্মানের বাস্তবায়ন দেখতে পেয়েছিল এবং তারা দ্বিগুন উৎসাহে স্বাধিকার আন্দোলনে ঝাপিয়ে পড়েছিল। সোমবার(১৭ এপ্রিল)সকাল সাড়ে ৯ টা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান সভাপতিত্বে বক্তব্য রাখেন , ওসি আব্দুর রাজ্জাক, এ এইচ এম ডাঃ ইশতিয়াক মামুন, বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়, চেয়ারম্যান পারুল, উপজেলা প্রেসক্লাবের সদস্য ত্রিপুরারী দেবনাথ তিপু।আলোচনা সভায় ঐতিহাসিক মুজিবনগর দিবসের তাৎপর্য তুলে ধরা সহ বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা করা হয়। উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া মাহ্ফিল এবং অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান ঐতিহাসিক মুজিবনগর দিবস সম্পর্কে স্মৃতিচারনমূলক বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার ভূমি রাহাত বিন কুতুব, প্রানী সম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ, কৃষি কর্মকর্তা আল মামুন হাসান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আতিকুল ইসলাম আতিক, আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, উপজেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক জালাল উদ্দীন লস্কর সহ সাংবাদিক বৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *