মাধবপুর অজ্ঞাতনামা ব্যাক্তির অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন

হবিগঞ্জ

 

রিংকু দেবনাথ
মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যুর অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করেছে উপজেলা হিন্দু বৌদ্ধ-খ্রিষ্টান-ঐক্য পরিষদের নেতৃবৃন্দেরা। শনিবার(৩১ ডিসেম্বর)পরিচয়হীন নিতাই দাস যার পরিচয় এখনো পাওয়া যায়নি মাধবপুর পুলিশের সার্বিক সহযোগিতা এবং উপজেলা হিন্দু বৌদ্ধ-খ্রিষ্টান-ঐক্য পরিষদের সহযোগিতায় ওনার অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন হয়।উল্লেখ্য গত ৯ ডিসেম্বর কে বা কারা নিতাই দাসকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে রেখে যায়।পরে তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।তবে দীর্ঘদিন পেরিয়ে গেলেও কেউ তার সন্ধান করেনি।হাসপাতাল কর্তৃপক্ষ ও এই ব্যক্তির পরিবার- পরিজনদের কোনো সন্ধান পাননি।এ অবস্থায় গতরাতে(২৯ ডিসেম্বর) নিতাই দাস মৃত্যুবরণ করেন।মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আব্দুর রাজ্জাক জানান,লাশের পোষ্ট করার পর লাশের কোন অভিভাবক না পাওয়াই অন্তেষ্টিক্রিয়ার জন্য উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করা হয়।উপজেলা হিন্দু বৌদ্ধ-খ্রিষ্টান-ঐক্য পরিষদের নেতৃবৃন্দেরা দুপুরে মাধবপুর পৌরসভার নোঁয়াগাও শ্মশানে অজ্ঞাত নিতাই দাসের অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *