কামরুল ইসলাম – জকিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
সিলেট জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নে অবস্থিত কমর উদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ইফজাল চৌধুরী ফাউন্ডেশন এন্ড এডুকেশন ট্রাস্টের সহায়তায় মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন হয়েছে। বুধবার ৭ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যালয়ের হল রুমে পালিত হয় কর্মসূচিটি।
এসময় উপস্থিত ছিলেন ইফজাল চৌধুরী ফাউন্ডেশন এন্ড এডুকেশন ট্রাষ্টের চেয়ারম্যান ও মানবসেবা ফাউন্ডেশন জকিগঞ্জের সম্মানিত উপদেষ্টা – জনাব ইফজাল চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার কামাল আহমদ, সহকারী শিক্ষক মাস্টার তরিকুল ইসলাম, সহকারী শিক্ষক আল আমিনসহ অনান্য শিক্ষকরা।
মানবসেবা ফাউন্ডেশনে সদস্য শ্রী টিপু মালাকার রিপন, কামরুল ইসলাম, বিলাল আহমদ, মিহাদ আহমদ প্রমূখ। দিনব্যাপী ক্যাম্পেইনে রক্তের গ্রুপ নির্ণয় করে প্রায় ১৫০ জন শিক্ষার্থী।
প্রসঙ্গত, জকিগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মানবসেবা ফাউন্ডেশন ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির কার্যক্রম হাতে নিয়েছে। ইতোমধ্যে ৮টি ইউনিয়ন সহ জকিগঞ্জের ৩২ টি স্কুল মাদরাসায় ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম সম্পন্ন হয়েছে আরো বেশ কয়েকটি প্রতিষ্ঠানে কার্যক্রম চলমান রয়েছে।
শেয়ার করুন