ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, রাজপথে সর্বস্তরের মানুষের অধিকার আদায়ের জন্যই আওয়ামী লীগের জন্ম হয়েছে, ক্যান্টনমেন্টে নয়। বিএনপির রাজনীতি হচ্ছে অনিয়ম-দূর্নীতি ও সন্ত্রাসী কর্মকান্ড করার জন্য, আর আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে ত্যাগের। বাঙালীদের অধিকার আদায়ের জন্য জীবনে অনেক ত্যাগ করার কারণেই বঙ্গবন্ধু বিশ্ববাসী শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বিশ্বের অনেক দেশই আজ বাংলাদেশকে নিজেদের মডেল হিসেবে গণ্য করছে। আর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে দেশের সকল ক্ষেত্রে সমভাবে বাস্তবায়িত হচ্ছে উন্নয়নমূলক কর্মকান্ড।
তিনি মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলার দশঘর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
উদ্বোধক হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন।
প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ।
দশঘর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তৈয়ব আলীর সভাপতিত্বে ও দশঘর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়ার পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সমছু মিয়া, মোহাম্মদ আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, কার্যনির্বাহী সদস্য আশিক আলী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্বারী মঈনুল ইসলাম ও স্বাগত বক্তব্য রাখেন ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুল লালিন।
এসময় উপস্থিত ছিলেন প্রবাসী শামছু মিয়া লয়লুছ, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য নাজমুল আলম চৌধুরী অপু, পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আব্দুল হক, মনোহর হোসেন মুন্না, রাজু আহমদ খান, আওয়ামী লীগ নেতা তজম্মুল আলী, আব্দুল মালিক, তৈমুছ আলী, আনা মিয়া, শামছুল ইসলাম সমুজ, কামাল মিয়া, শানুর আহমদ জয়দু, রকন মিয়া, যুবলীগ নেতা হাজী ফজলুর রহমান, আব্দুল তাহিদ, কামরুজ্জামান সেবুল, জিয়াউর রহমান জিয়া, ইস্তিয়াক আহমদ খান, মোস্তাক আহমদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক নূরুল ইসলাম, ছাত্রলীগ নেতা মারুফ আহমদ, আব্দুল হামিদ প্রমুখ নেতৃবৃন্দ।