অদ্য ১৬ জুন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার উদ্যোগে ভার্চুয়ালী এক সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুহাম্মদ শাহজাহান এডভোকেট এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত আমীরে জামায়াত বলেন -কোরআন পড়া, কোরআন বুঝা ও কোরআনের সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা পালন করতে হবে। সম্পদ ও সময়ের কুরবানীর মাধ্যমে ইসলামী আন্দোলনের কাজকে এগিয়ে নিতে হবে।আমাদেরকে দ্বীনের বিজয়ের লক্ষ্যে প্রানান্তকর প্রচেষ্টা চালাতে হবে। মানুষের তৈরী আইনের পরিবর্তন করে কুরআনের সমাজ বিনির্মাণে কার্যকরী ভূমিকা পালন করতে হবে।
তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য সর্বাত্তক প্রস্তুতি নিন। মহান আল্লাহর আইন বাস্তবায়নের অংশ হিসেবে জাতীয় সংসদে নামাজের বিরতি ও মৃত ব্যক্তির জন্য দো’য়ার আইন জামায়াতে ইসলামীর প্রস্তাবে পাশ হয়েছিল। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠেছে, আওয়ামী লীগের দুর্নীতির কারণে বিদ্যুৎ এ সমস্যা সৃষ্টি হয়েছে। সরকার জনগনের ভোটে নির্বাচিত না হওয়ায় মানুষের কষ্ট বুঝতে পারেনা। মানুষের কল্যাণে কাজ করতে হবে। মানুষের বিপদে ও কষ্টে পাশে দাঁড়াতে হবে।
অধ্যাপক মুজিব বলেন, জামায়াতে ইসলামী দেশ ও জনগণের কল্যাণে কুরআনের সমাজ বিনির্মাণে আপোষহীনভাবে কাজ করে যাচ্ছে। দলমত- নির্বিশেষে সকল মানুষের নিকট কুরআনের বাণী পৌঁছে দেয়ার জন্য সহযোগী সদস্যদেরকে তিনি নির্দেশ প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আজকে দেশে মানুষের কোন অধিকার নেই, কোন মূল্যবোধ নেই, নেই কোন বাচাঁর অধিকার।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মুহাম্মদ ইয়াছিন আরাফাত।
কুমিল্লা দক্ষিণ জেলার সেক্রেটারি ড. একেএম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকীর পরিচালনায় উক্ত
শেয়ার করুন