সিলেট জেলা ও মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে অ্যাডভোকেট মো. আশিক উদ্দিন আশুক দায়িত্ব গ্রহণ করেছেন।
সোমবার (০৪ নভেম্বর) সকালে তিনি তার দায়িত্ব বুঝে নেন।
রোববার (০৩ নভেম্বর) উপ-সলিসিটর (জিপি-পিপি) সানা মোহাম্মদ মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক পত্রে সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে এটিএম ফয়েজ উদ্দিনের নিয়োগ বাতিল করে এই পদে অ্যাডভোকেট মো. আশিক উদ্দিনকে নিয়োগ দেওয়া হয়।
সোববার সকালে মো. আশিক উদ্দিন আশুক দায়িত্ব গ্রহণ করেন। এ সময় আইনজীবীরা নতুন পাবলিক প্রসিকিউটর মো. আশিক উদ্দিনকে স্বাগত জানান।
এ সময় মো. আশিক উদ্দিন সরকারি দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করে বলেন, ছাত্র-জনতার আন্দোলনে যে সব তাজা প্রাণ ঝরেছে। যারা আত্মাহুতি দিয়েছেন। তাদের রক্তে রঞ্জিত নতুন বাংলাদেশে মানুষের সেবা করে শহীদদের ঋণ পরিশোধ করতে চাই, বৈষম্য দূরীকরণে কাজ করতে চাই। এজন্য সবার সহযোগিতা চেয়েছেন তিনি।
অ্যাডভোকেট আশিক উদ্দিন ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত সিলেট নারী নির্যাতন আদালতে পিপি’র দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি সিলেট এডিএম কোর্টের অ্যাডিশনাল পিপি ছিলেন।
শেয়ার করুন