মারধরের শিকার সিসিকের সাবেক কাউন্সিলর লায়েক

সিলেট

ঢাকায় গ্রেপ্তার হওয়া সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক মারধরের শিকার হয়েছেন।

আজ রবিবার (২৪ নভেম্বর) তাকে আদালতে হাজির করতে নিয়ে আসা হলে আদালত চত্বরে তিনি মারধরের শিকার হন। একাধিক ব্যক্তি তাকে কিল-ঘুসি মারতে দেখা যায়। এসময় তাদের ‘বড় চোর ধরা পড়ছে’সহ নানা মন্তব্য করতে শোনা গেছে। পরে পুলিশ তাকে দ্রুত সরিয়ে নিয়ে যায়।

আবুল কালাম লয়েক সিসিকের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা।

এর আগে শনিবার ভোর রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে সড়ক পথে ঢাকা থেকে সিলেট নিয়ে আসা হয়। দীর্ঘ যাত্রায় অসুস্থতাবোধ করায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়।

থানা হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, ‘সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় ১৩টি মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *