মারা গেলেন বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি

জাতীয়

প্রয়াণ ঘটলো বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তির। মঙ্গলবার (১৭ জানুয়ারি) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ১১৮ বছর বয়সী ফরাসি নান সিস্টার আন্দ্রে। এ তথ্য নিশ্চিত করেছে তুলন শহরের নার্সিং হোম। খবর রয়টার্সের।

জানানো হয়, ঘুমের মধ্যেই মৃত্যুবরণ করেন এই ধর্ম প্রচারক। বিবৃতিতে আরও বলা হয়, তার প্রয়াণ সত্যিই বেদনাদায়ক। কিন্তু মৃত্যুর মাধ্যমে তিনি জাগতিক ও শারীরিক কষ্ট থেকে মুক্তি পেয়েছেন। শোক প্রকাশ করেছে গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসও। গেলো বছর করোনায় আক্রান্ত হয়ে বেশ অসুস্থ ছিলেন আন্দ্রে।

১৯০৪ সালে ফ্রান্সের দক্ষিণাঞ্চলে জন্মগ্রহণ করেন লুসিলে র‍্যান্ডন। ১৯৪৪ সালে ক্যাথলিক একটি চ্যারিটি অর্গানাইজেশনে যোগদানের পর তার নাম সিস্টার আন্দ্রে দেয়া হয়।
শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *