মার্চ ফর গাজা’ কর্মসূচিতে সমর্থন জানিয়ে জামায়াত আমিরের ফেসবুক পোস্ট

জাতীয়
রাজধানীতে ১২ এপ্রিল ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিকে ঘিরে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন। এই পোস্টে তিনি কিছু নির্দেশনা দিয়েছেন।

সবাইকে সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণ উপায়ে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে শুক্রবার (১১ এপ্রিল) রাতে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই পোস্ট দেন। ফেসবুক পোস্টে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন,  ফিলিস্তিন আমাদের হৃদয়ের স্পন্দন।

1

এই কর্মসূচিকে সমর্থন জানিয়ে তিনি বলেন, এই অবর্ণনীয় জুলুমের প্রতিবাদে আগামীকাল বাংলাদেশের সর্বস্তরের মানুষ ধর্ম-বর্ণ-গোত্র ভুলে, এক হৃদয়ে, এক কণ্ঠে অংশ নিচ্ছেন ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে। আমি, আমীরে জামায়াত হিসেবে, এই মহৎ উদ্যোগে আমার পূর্ণ সমর্থন ও ভালোবাসা জানাচ্ছি।

তিনি সতর্ক করে বলেন, আসুন, সবাই সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণ উপায়ে এই ঐতিহাসিক প্রতিবাদে অংশ নিই। পাশাপাশি, কেউ যেন অপচেষ্টা করে এই মহতী উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করতে না পারে, সে ব্যাপারে সচেষ্ট থাকি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *