ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে আজ (শনিবার, ১২ এপ্রিল) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান হবে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। বিকেল ৩টায় গণজমায়েতে শুরুর কথা থাকলেও সকাল ১০ টা পর থেকে জিরো পয়েন্ট এলাকায় জড়ো হতে থাকে সর্বস্তরের মানুষ। বিভিন্ন প্ল্যাকার্ড, ফেস্টুন ও ফিলিস্তিনের পতাকা হাতে বিক্ষোভ করছেন তারা।
ছোট ছোট দলে তারা সোহরাওয়ার্দী উদ্যানের মুল মঞ্চে অংশ নিতে যাচ্ছেন। তুমি কে আমি কে? ফিলিস্তিন ফিলিস্তিন শ্লোগানে মুখর জিরো পয়েন্ট এলাকা।
স্বাধীন ফিলিস্তিন ফিলিস্তিনের দাবিতে তাদের আজকের এই কর্মসূচি। এখান থেকে দুপুর ২ টায় মার্চ ফর গাজার অতিথিদের মার্চ শুরু হবার কথা রয়েছে।