মালিতে সশস্ত্রগোষ্ঠীর হামলায় নিহত অন্তত ৬৪, আল কায়েদার দায় স্বীকার

জাতীয়

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সামরিক ক্যাম্প এবং একটি জাহাজে হামলা চালিয়েছে সশস্ত্র জঙ্গিগোষ্ঠী। এতে অন্তত ৪৯ জন বেসামরিক লোক ও ১৫ জন সেনা সদস্য নিহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে মালির সামরিক বাহিনী জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে সশস্ত্র সন্ত্রাসী দল রাহোস অঞ্চলের আবাকোয়াইরা ও জোরঘোইয়ের মধ্যবর্তী কোমানাভের একটি নৌকায় এ হামলা চালায়। খবর আল জাজিরার।

জাতীয় টেলিভিশনে এক বিবৃতিতে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে দেশটির অন্তর্বর্তী সরকার।

বিবৃতিতে বলা হয়, একটি সামরিক ক্যাম্প এবং একটি জাহাজে সশস্ত্র গোষ্ঠী হামলা চালায়। এতে কমপক্ষে ৪৯ বেসামরিক নাগরিক ও ১৫ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

বৃষ্টিতে গাও শহর প্লাবিত হওয়ায় সেখানকার বাসিন্দারা নাইজার নদী দিয়ে একটি নৌকায় করে নিরাপদ আশ্রয়ে যাচ্ছিল। এ সময় সন্দেহভাজন বিদ্রোহীরা নৌকাটিতে হামলা চালায়।

মালির উত্তর-পূর্বে গাও অঞ্চলের প্রশাসনিক মহকুমা বোরেম সার্কেলের একটি সামরিক ঘাঁটিতেও হামলা চালায় বন্দুকধারীরা। এ সময় সেনাদের গুলিতে অন্তত ৫০ হামলাকারী নিহত হয়।

এসব ঘটনায় তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে মালির অন্তর্বর্তী সরকার।

আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত একটি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *