বিশিষ্ট রাজনীতিবিদ ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ভোট শুধু একটি নাগরিক অধিকার নয়, এটি একটি পবিত্র অমানত। যার জন্য আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। একটি ভোটের মাধ্যমে আমরা যে নেতৃত্বকে বেছে নিই, তার কাজ, সিদ্ধান্ত ও কার্যক্রমের অংশবিশেষ আমাদের কাঁধেও বর্তায়। কারণ আমরা তাকে ক্ষমতায় যাওয়ার পথ তৈরি করে দিয়েছি। আমরা যেন আবেগ, লোভ বা ভয় নয়- বিবেক, আমানতদারি ও আল্লাহভীতি নিয়ে ভোট দেই। এই ধরণের গ্রন্থ সঠিক নেতৃত্ব নির্বাচিত করতে ভোটারদের মনে দাগ কাটবে।
তিনি মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর বন্দরবাজারে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কুরআন হাফিজ মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদীর রচিত ‘ভোট আমানত ও জবাবদিহীতা’ বইয়ের মোড়ক উন্মোচনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
হাজী কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিফতাহুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সমাজসেবী ড. নূরুল ইসলাম বাবুল, লেখক জাহেদুর রহমান চৌধুরী, সমাজসেবী মাওলানা ইসলাম উদ্দিন, আলেমে দ্বীন মুফতী আলী হায়দার, বিশিষ্ট আইনজীবী এডভোকেট জামিল আহমদ রাজু ও মু. আজিজজুল ইসলাম প্রমূখ।
‘ভোট আমানত ও জবাবদিহীতা’-বইটির লেখক হাফিজ মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদী একজন ইসলামী চিন্তাবিদ। তিনি দেশে-বিদেশে পবিত্র কুরআনের তাফসীর করে যাচ্ছেন। তিনি বর্তমানে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি আজিরিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসায় আরবী প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করছেন। এটি তাঁর প্রথম গ্রন্থ।
লেখক বলেন, বিবেকের তাড়নায় আমি বইটি রচনা করেছি। মহান আল্লাহর কাছে দোয়া করি-তিনি যেন আমাদের ভোটের মাধ্যমে সঠিক নেতা বাছাই করার তাওফিক দান করেন, অন্যায়ের সহযোগিতা থেকে রক্ষা করেন এবং আমাদের ভোটকে হক, ন্যায় ও কল্যাণের পথে কবুল করেন। আমীন।
প্রধান সম্পাদকঃ সারওয়ার খান
সম্পাদকঃ জাকের খান (রুবেল)
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫