মিছিলে মিছিলে মুখর ফরিদপুরে বিএনপির গণসমাবেশ এলাকা

জাতীয় রাজনীতি

মিছিলে মিছিলে মুখরিত হয়ে উঠেছে ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশস্থল ও এর আশপাশের এলাকা। আজ শনিবার বিকেল ৩টায় সমাবেশ শুরুর কথা থাকলেও পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সকাল ১১টায়ই শুরু করা হয়।

সকাল থেকেই মিছিল নিয়ে ফরিদপুরসহ আশপাশের জেলার নেতাকর্মীরা  সমাবেশে যোগ দিচ্ছেন।

এদিকে সভাস্থল ও শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশস্থল শহরতলীর কোমরপুরের আব্দুল আজিজ ইনস্টিটিউট মাঠ নেতাকর্মীদের ভিড়ে পরিপূর্ণ হয়ে গেছে।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা শুক্রবার রাতে গণসমাবেশস্থল পরিদর্শন করেন।

বিভাগীয় এই গণসমাবেশের দুদিন আগে থেকে ফরিদপুরে শুরু হয়েছে বাস ও মিনিবাস ধর্মঘট। এতে ফরিদপুরের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ধর্মঘটে মানুষের ভোগান্তিও বেড়েছে।

বিএনপির এই সমাবেশের প্রেস উপকমিটির আহ্বায়ক এ বি সিদ্দিকী মিতুল সমকালকে বলেন, ‘সাধারণ মানুষের আজ নিত্যপণ্য ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে, তাদের জীবিকা এখন হুমকির মুখে। শুধু সরকারি আমলা ও সরকার দলীয় নেতাকর্মীদের সীমাহীন দুর্নীতির কারণে। যে কারণে মানুষ যেকোনো বাধা উপেক্ষা করে বিএনপির ডাকে সমাবেশে ছুটে আসছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *