সিলেট নগরীর মিরাবাজারে নাদিয়া পোল্ট্রি ফার্মে মৃত মোরগ বিক্রির অভিযোগ করেছেন কুমারপাড়া জামে মসজিদের কোষাধ্যক্ষ জুবেদ আহমদ।
বুধবার রাতে মিরাবাজারের নাদিয়া পোল্ট্রি ফার্মে কুমারপাড়া জামে মসজিদের মুসল্লিদের জন্য ইফতার পরিবেশনের জন্য মোরগ ক্রয় করতে আসা মসজিদের কোষাধ্যক্ষ জুবেদ আহমদ জবাই করা মোরগের সাথে একটি মোরগ তারা রেখে দেয় যা খুবই ঠান্ডা ছিল। তার অভিযোগ দোকানি তাকে মৃত মোরগ দিয়েছেন।
নাদিয়া পোল্ট্রি ফার্মের মালিক আনছার মিয়া বলেন, এটা মৃত মোরগ নয়, পাশের দোকানের ফ্রিজে এই মোরগটি রাখা ছিল বলে তার দাবী।
শেয়ার করুন