বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ বিএনপির ৭ নেতা জামিন আবেদনের ওপর আগামীকাল শুনানি অনুষ্ঠিত হবে।
আজ রোববার দুপুরে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরী শুনানির তারিখ নির্ধারণ করেন।
অ্যাডভোকেট জয়নাল আবেদীন মেজবাহ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাদের সংঘর্ষের ঘটনায় পল্টন মডেল থানায় দায়ের হওয়ায় মামলা তাদের গ্রেপ্তার দেখানো হয়।
এই মামলায় আরও জামিন চেয়েছেন—বিএনপি নেতা আব্দুস সালাম, খায়রুল কবির খোকন, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, ফজলুল হক মিলন ও সেলিম রেজা হাবিব।
শেয়ার করুন