স্টাফ রিপোর্টার:
পবিত্র ঈদে মিলাদুন্নবী স. উদযাপন উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের মিরপুর গ্রামবাসীর আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বাদ জোহর হতে মধ্য রাত পর্যন্ত মিরপুর জামে মসজিদ প্রাঙ্গনে পবিত্র ঈদে মিলাদুন্নবী স. উদযাপন পরিষদের উদ্যোগে ওই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বুরাইয়া কামিল মাদরাসার উপাধক্ষ্য হযরত মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী।
সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার সহকারি অধ্যাপক হযরত মাওলানা রশিদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও মিলাদুন্নবী উদযাপন পরিষদের অন্যতম সমন্বয়ক মাওলানা শাহিনুর আমিন এর পরিচালনায় সভায় বিশেষ অতিথির নসিহত পেশ করেন একুশে ও মোহনা টেলিভিশনের অন্যতম ইসলামিক আলোচক হযরত মাওলানা মুফতি বেলাল আহমদ, হযরত মাওলানা আব্দুল ওয়াহিদ উদয়পুরী, সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার সহকারি শিক্ষক হযরত মাওলানা মো. জামাল উদ্দিন, ভূরকি হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার সহকারি শিক্ষক ছাদিকুর রহমান।
মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মাদরাসার শিক্ষার্থী হাফিজ জামাল উদ্দিন, এসময় অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন গ্রামের মুরব্বি মখছুস মিয়া মিলন, আব্দুল গফ্ফার, নজির আহমদ, বশির উদ্দিন, মতছির আলী, রেজাউল করিম, সিদ্দিকুর রহমান,
পরিষদের সহ সভাপতি মুহিব উদ্দিন, ছাদিক, সাধারন সম্পাদক মোহাম্মদ আলী, সাবেক সাধারন সম্পাদক সাইদ আহমদ, সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, অর্থ সম্পাদক লোকমান আহমদ, প্রচার সম্পাদক ইমাদ উদ্দিন রজব, সাংস্কৃতিক সম্পাদক উছমান আহমদ, সদস্য জাকির, মিজান, ফাহাদ, শুভ, রহিম আলী, নাঈম, মো. কবির হোসেন, সাব্বির আহমদ প্রমুখ।