স্টাফ রিপোর্টার: সিলেট জেলা কৃষকলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সহ সভাপতি, বিয়ানীবাজার থানা আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সেন্ট্রাল ট্রাভেলস’র স্বত্বাধিকারী আলহাজ মো. আব্দুর রাজ্জাক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
শুক্রবার (১৯ এপ্রিল) বেলা দু’টা ২০ মিনিটে সিলেট নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি ৪ পুত্র, দুই কন্যা, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রয়াত আব্দুর রাজ্জাক কৃষকলীগের কেন্দ্রীয় সহ অর্থ বিষয়ক সম্পাদক রেজাউল হক রাসেলের পিতা ও সিলেট জেলা পরিষদের সদস্য খসরুল হকের চাচা। ’৯০ দশকে বিয়ানীবাজারে আওয়ামী রাজনীতির অন্যতম পৃষ্ঠপোষক প্রবীণ এ রাজনীতিকের মৃত্যুখবরে সিলেট ও বিয়ানীবাজারে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে সাবেক মন্ত্রী, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগসহ বিশিষ্টজন শোক প্রকাশ করেছেন।
এদিকে, রাজনীতিবিদ ও ব্যবসায়ী আলহাজ আব্দুর রাজ্জাকের প্রথম জানাজার নামাজ আজ শুক্রবার বাদ মাগরিব হযরত শাহজালাল রহ. দরগাহ মসজিদে অনুষ্ঠিত হয়। মরহুমের দ্বিতীয় জানাজার নামাজ আগামীকাল শনিবার বেলা দু’টায় বিয়ানীবাজার পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। এতে পরিচিত সকলের উপস্থিতি ও দোয়া কামনা করা হয়েছে।
পরে তাঁর লাশ মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মুক্তিযুদ্ধের সংগঠক আলহাজ আব্দুর রাজ্জাক এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি প্রতিমন্ত্রী আলহাজ শফিকুর রহমান চৌধুরী এমপি ও সাধারণ সম্পাদক সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন, সিলেট ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক লোকমান আহমদ, বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের সভাপতি ডা. এম. ফয়েজ আহমদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ব্যাংকার আব্দুল আহাদ, বিশিষ্ট শিল্পপতি আবুল হোসেন, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির ও মাসুদ হোসেন খান, সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ছাদেক আহমদ আজাদ, বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন, বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি সুয়াইবুর রহমান স্বপন ও সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ, তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি আব্দুল আলীম ও সাধারণ সম্পাদক জুবের আহমদ।
পৃথক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
শেয়ার করুন