মুশফিককে বিশেষ সম্মাননায় ১০ লাখ টাকা প্রদান বিসিবির

খেলাধুলা

গত ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মুশফিকুর রহিমের। সময়ের আবর্তে মুশফিক এখন জাতীয় দলের ব্যাটিং ভরসার নাম। এর মধ্যে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ দলকেও। জাতীয় দলে দীর্ঘ ক্যারিয়ারে মুশফিকের অবদান অনন্য। মাঠের ক্রিকেটে অবদান স্বরুপ মুশফিককে এবার বিশেষ সম্মাননা দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে মুশফিকের রান ১৪ হাজারেরও বেশি। বাংলাদেশ ক্রিকেটের বদলে যাওয়া পথচলায় মুশফিকের ক্যারিয়ার উল্লেখযোগ্য সংযোজন। তাই সর্বশেষ বোর্ডসভায় এই তারকা ক্রিকেটারকে বিশেষ সম্মাননায় ভূষিত করেছে দেশের সর্বোচ্চ ক্রিকেট সংস্থা বিসিবি।

এদিকে মুশফিককে বিশেষ উপহার প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সে সাথে তিনি জানিয়েছেন, ক্রিকেটার হিসেবে কেবল মুশফিকই পাচ্ছেন আর্থিক এই সম্মাননা।

পাপন বলেন, ‘মুশফিক একদিন আমাকে বলছিলো খেলা শেষ করে, যে আপনি কোনো দিন আমাকে কিছু দেননি। তাই এটা শুনে আসলে আমিও চিন্তা করে দেখলাম আমিও তো আলাদা করে ওকে কিছু দেইনি। সেজন্যই তাঁকে এটা (আর্থিক সম্মাননা) দেয়া হয়েছে। কিন্তু এটা যদি মিডিয়ায় আসে তাহলে সবাই চাবে। আর এটাই লাস্ট আর কাউকে দিবো না।’

তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ, মাশরাফিদের দেশের ক্রিকেটের বড় তারকা জানিয়ে পাপন জানান, তাঁদের জন্য বিশেষ কিছু করা উচিত বোর্ডের। বিসিবি প্রধানের ভাষ্য, বাংলাদেশে ক্রিকেটে আগেও তারকা ক্রিকেটার ছিলো। কিন্তু সাকিব, তামিমরা ‘স্পেশাল’।

বিসিবি সভাপতি আরাে বলেন, ‘যে জিনিসটা হয়েছে যে ওদেরকে তামিম সাকিব মুশফিক রিয়াদ মাশরাফি এরা হলো বাংলাদেশের ক্রিকেটের প্রাণ। আমি বলছি না , এর আগে যারা ছিলো, তারাও ছিলো অনেকেই আছে। কিন্তু এদের একটা স্পেশাল ব্যাপার আছে, এদের জন্য আমাদের কিছু করা উচিত। এই হলো কথাটা। এরকম একটা কথা হয়েছিলো।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *