মুসলমানদের গণহত্যায় নিশ্চুপ থাকে এমন জাতিসঙ্ঘ কিংবা ওআইসি’র কোনো প্রয়োজন নেই

সিলেট

গাজায় গণহত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সিলেট মহানগর শিবির সভাপতি শাহীন আহমদ বলেছেন, ‘আমাদের হৃদয় ক্ষত-বিক্ষত। কলিজায় দাউ দাউ করে আগুন জ্বলছে। বর্বর ইসরাইল মুসলমানদের ওপর ইতিহাসের জঘন্যতম গণহত্যা চালাচ্ছে। এমন গণহত্যায় আজ বিশ্ব মোড়লরা নিশ্চুপ। মুসলমানদের ওপর গণহত্যায় নিরব-নিশ্চুপ থাকে এমন জাতিসঙ্ঘ কিংবা ওআইসি’র কোনো প্রয়োজন নেই।’

মঙ্গলবার (৮ এপ্রিল) ইসলামী ছাত্রশিবিরের সপ্তাহব্যাপী কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে

গাজায় গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

এর আগে ছাত্রশিবিরের নেতাকর্মীরা সিলেট নগরীর কোর্ট পয়েন্ট থেকে বাদ আসর বিক্ষোভ মিছিল নিয়ে বের হন। পরে মিছিলটি আম্বরখানায় এসে সমাবেশে মিলিত হয়।

কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর শিবির সভাপতি শাহীন আহমদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন শিবিরের সিলেট জেলা পূর্ব সভাপতি মারুফ আহমদ, জেলা পশ্চিম সভাপতি মনিরুজ্জামান পিয়াস, মহানগর সেক্রেটারি শহিদুল ইসলাম সাজু, শাবিপ্রবি সেক্রেটারি মাসুদ রানা তুহিন।

এছাড়া বিক্ষোভ মিছিল ও সমাবেশে সিলেট মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাসহ ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *