যুবনেতা শেখ মুহাম্মাদ নুরুন নাবীর নি:শর্ত মুক্তির দাবিতে সিলেটে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ অক্টোবর) বাদ জুমা সিলেট কেন্দ্রীয় জামে মসজিদ বন্দর বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু করে নগরীর কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়।
সিলেট মহানগর সভাপতি মাওলানা জহিরুল ইসলাম এর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক মাওলানা বদরুল হক ও নগর সাধারণ সম্পাদক মুহাম্মাদ আনোয়ার হুসেন এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সহ সাংগঠনিক এডভোকেট হাফিজ মাওলানা মাহমুদুল হাসান। প্রধান অতিথি বক্তব্যে যুব নেতা মুফতী শেখ মুহাম্মদ নুরুন নাবীকে মুক্তি না দেয়া হলে শুধু বিক্ষোভ মিছিলে সীমাবদ্ধ থাকবে না, দেশব্যাপী দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব নজির আহমদ, সহ-সভাপতি ডা: রিয়াজুল ইসলাম রিয়াজ, সিলেট জেলা সেক্রেটারি হাফিজ মাওলানা ইমাদ উদ্দীন, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা মতিউর রহমান খান, শ্রমিক আন্দোলন মহানগর সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, ইসলামী যুব আন্দোলন জেলা সহ-সভাপতি মুহাম্মাদ জাকির হুসাইন, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মুহা: কামাল হোসাইন, নগর যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা শরাফত উল্লাহ্ আরফান, সাংগঠনিক সম্পাদক মুহা.আনিসুর রহমন নগর সাংগঠনিক সম্পাদক মুহা.শাহিদুল ইসলামী, ছাত্র আন্দোলন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আলবাব চৌধুরী সহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ইসলামী যুব আন্দোলন-এর কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য সম্পাদক মুফতী শেখ মুহাম্মদ নুরুন নাবীকে গত ১৩ সেপ্টেম্বর সোমবার গভীর রাতে অন্যায়ভাবে গ্রেপ্তারের নিন্দা ও অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন ইসলামী যুব আন্দোলন সিলেটের নেতৃবৃন্দ।
শেয়ার করুন