সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারমান এসএম নুনু মিয়ার বিরুদ্ধে সিলেটের সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলায় বিশ্বনাথ পৌরসভার চেয়ারম্যান মুহিবুর রহমানকে ফেসবুকে গালিগালাজ করার অভিযোগ আনা হয়েছে নুনু মিয়ার বিরুদ্ধে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) এই মামলাটি দায়ের করেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মো. ময়না মিয়া। তিনি পৌরসভার দক্ষিণ মশুলা গ্রামের মৃত সমছু মিয়ার ছেলে।
সিলেটের বিশ্বনাথে পৌরসভার মেয়র মুহিবুর রহমান ও উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলছে। ফেসবুকে লাইভে এসে দুজনই একে অপরকে বিষেধাগার করছেন। পরষ্পরের বিরুদ্ধে দুর্নীতিরও অভিযোগ এনেছেন তারা।
এই দ্বন্দ্ব গড়িয়েছে আদালত পর্যন্ত। এরআগে ৩০ আগস্ট নুনু মিয়াকে নিয়ে ফেসবুকে কটুক্তির অভিযোগে মুহিবুর রহমানের বিরুদ্ধে মামলা করা হয়।
মঙ্গলবার উপজেলা চেয়ারম্যান নুনু মিয়াকে একমাত্র আসামি করে দায়েরকৃত মামলার এজাহারে ময়না মিয়া উল্লেখ করেন, উপজেলা চেয়ারম্যান একজন অসৎ, জনগণের অর্থ আত্মসাতকারী দুর্বৃত্ত প্রকৃতির লোক। অপরদিকে, বিশ্বনাথ পৌরসভার নির্বাচিত মেয়র মুহিবুর রহমান বিশ্বনাথ তথা সিলেটের রাজনীতিতে অত্যন্ত সুপরিচিত ও সুনামের অধিকারী। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ সৈনিক হিসেবে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগকে সংগঠিত করতে অক্লান্ত পরিশ্রম করছেন। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ২৩ আগস্ট নুনু মিয়া ননিজের ফেসবুক আইডি থেকে মুহিবুর রহমানকে অপমান অপদস্থ করার জন্য গালিগালাজ করেন।
এজাহারে আরো উল্লেখ করা হয়, মুহিবুর রহমান সম্পর্কে মিথ্যা, কুরুচীপূর্ণ, আক্রমনাত্মক বক্তব্য প্রদানের মাধ্যমে তার মানহানি করা হয়েছে। এইরূপ বক্তব্য ফেসবুকের পাশাপাশি বিভিন্ন ইউটিউব চ্যানেলে প্রদর্শিত হয়েছে।
মেয়র মুহিবুর বহমান সম্পর্কে নুনু মিয়ার এইরূপ বক্তব্য প্রদান করায় পৌর এলাকার সাধারণ মানুষ ও তাহার সমর্থকদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। একারণে আইন শৃংখলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।
মামলার বাদী পক্ষের আইনজীবী এডভোকেট মোহাম্মদ মিছবাউর রহমান আলম জানান, আদালত অভিযোগ আমলে নিয়ে পিবিআইকে তদন্তের দায়িত্ব দিয়েছেন ।
এরআগে গত ৩০ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে লাইভে এসে এস এম নুনু মিয়ার বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রদানের অভিযোগে পৌর মেয়র মুহিবুর রহমানের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা করা হয়। নুনু মিয়ার অনুসারী উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো. নুরুল হক বাদী হয়ে এ মামলা করেন।
মামলায় বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমানকে প্রধান অভিযুক্ত করা হয়। এছাড়া মামলায় আরও দুই/তিনজনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।
শেয়ার করুন