মেট্রোপলিটন ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী বলেছেন, ‘মেট্রোপলিটন ইউনিভার্সিটি সর্বদা মানসম্পন্ন শিক্ষা প্রদানের ব্যাপারে সচেষ্ট। নিয়মিত শিক্ষক প্রশিক্ষণ আমাদের শিক্ষকদের দক্ষ করে তুলবে। নিয়মকানুনের প্রতি একজন শিক্ষকের শ্রদ্ধা, তাঁর নীতি-নৈতিকতা, মূল্যবোধ, শিষ্টাচার, বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় তাঁর ধ্যানধারণা শিক্ষার্থীকে দারুণভাবে প্রভাবিত করে। আমাদের মনে রাখতে হবে, শিক্ষকরা জাতির বিবেক ও শিক্ষার্থীদের অভিভাবক।’
মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজ বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম হাবিবুর রহমান লাইব্রেরি হলে এই কর্মশালার সূচনা হয়। বিকালে সমাপনী অধিবেশনে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান তানভীর এমও রহমান চৌধুরী। সমাপনী অধিবেশনের শুরুতেই ড. তৌফিক রহমান চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান উপাচার্য জহিরুল হক।
অনুষ্ঠানে ড. তৌফিক রহমান চৌধুরী আরো বলেন, ‘নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য আমাদের ইউনিভার্সিটি আইকিউএসি বছরব্যাপী পরিকল্পনা হাতে নিয়ে এগোচ্ছে। শিক্ষকদের পেশাগত উৎকর্ষ সাধনে নানা পরিকল্পনা রয়েছে ইউনিভার্সিটির।’
বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান তানভীর এমও রহমান চৌধুরী বলেন, ‘কোভিড অতিমারিকালে মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষকরা যে দায়িত্বশীলতা ও প্রতিশ্রুতিবদ্ধতার পরিচয় দিয়েছেন তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কৃতজ্ঞতাচিত্তে স্মরণ করে। যোগ্য ও গুণী শিক্ষকবৃন্দ হলেন আমাদের সম্পদ। যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের তৈরী করতে মেট্রোপলিটন ইউনিভার্সিটি এ ধরনের ওয়ার্কশপ, সেমিনার, সিম্পোজিয়াম নিয়মিতভাবে আয়োজন করবে। আমরা আলোকিত সমাজ গড়ার জন্য আলোকিত প্রজন্ম তৈরী করতে বদ্ধপরিকর।’
তিনি আরও বলেন, ‘শুরু থেকেই মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইকিউএসি শিক্ষা, পাঠদান ও শিক্ষকদের মানোন্নয়নে অনেক প্রশংসনীয় কাজ করে যাচ্ছে। শিক্ষক ওরিয়েন্টেশন, আনন্দদায়ক পাঠদানের কার্যকর পদ্ধতি, নীতিনৈতিকতা, গবেষণা পদ্ধতি ও অর্থায়ন, জার্নালে মৌলিক গবেষণাপত্র প্রকাশ, কর্মকর্তাদের জন্য ই-নথি ও অফিস ব্যবস্থাপনার মতো নানা প্রশিক্ষণ আয়োজন করার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই।’
সভাপতির বক্তব্যে উপাচার্য ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, ‘মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে মেট্রোপলিটন ইউনিভার্সিটি বদ্ধপরিকর। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়টিকে সেন্টার অব এক্সেলেন্সে পরিণত করতে সকল প্রচেষ্টা অব্যাহত রয়েছে। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের পেশাগত উৎকর্ষ সাধনে আইকিউএসসি নিয়মিতভাবে এ ধরনের ওয়ার্কশপ ও সেমিনারের আয়োজন করবে। শিক্ষার মানের সাথে মেট্রোপলিটন ইউনিভার্সিটি কোনো আপোস করবে না।’
কর্মশালার শেষ পর্যায়ে ধন্যবাদ জ্ঞাপন করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির রেজিস্ট্রার তারেক ইসলাম। দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানসহ বিভিন্ন বিভাগের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় আইকিউএসিএ’র পরিচালক প্রফেসর ড. মো. তাহের বিল্লাল খলিফার আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. তাহের বিল্লাল খলিফার সভাপতিত্বে ও অতিরিক্ত পরিচালক (ইএলটি) সহযোগী অধ্যাপক ড. রমা ইসলামের সঞ্চালনায় সূচিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য জহিরুল হক, বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সুরেশ রঞ্জন বসাক। বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. নজরুল হক চৌধুরী, আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন সহযোগী অধ্যাপক শেখ আশরাফুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক চৌধুরী এম. মোকাম্মেল ওয়াহিদ।
দিনব্যাপী কর্মশালাটি তিনটি সেশনে বিভক্ত ছিল। এতে কি-নোট স্পিকার ছিলেন- ইথিকস এন্ড মোরালিটি ইন টিচিং বিষয়ে আইকিউএসিএ’র পরিচালক অধ্যাপক ড. মো. তাহের বিল্লাল খলিফা, প্রিপারেশন এন্ড ম্যানেজমেন্ট অব কোর্স ফাইল ডিজিটালি বিষয়ে অতিরিক্ত পরিচালক অধ্যাপক চৌধুরী এম. মোকাম্মেল ওয়াহিদ এবং প্রিপারেশন অব কোর্স আউটলাইন এন্ড লেসন প্ল্যান বিষয়ে অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক ড. রমা ইসলাম।
শেয়ার করুন