এম ইয়াকুব হাসান অন্তর
হবিগন্জ প্রতিনিধিঃ
লাখাই অভয় চরণ রাধা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রিয়া দেবনাথের চিকিৎসার জন্য ৮৮ হাজার টাকা নগদ তুলে দেয়া হয়। আজ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শরীফ উদ্দিন অসুস্থ শিক্ষার্থীর হাতে এ সহায়তা তুলে দেন। এ সময় লাখাই অভয় চরণ রাধা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।
বর্ণিত অর্থ সহায়তা দিয়েছেন লাখাই উপজেলার বিভিন্ন মহানুভব মানুষজন, লাখাই উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ অনেকেই। এছাড়া আরো ২১ হাজার টাকা সহায়তার আশ্বাস পাওয়া গিয়েছে। অর্থ সহায়তায় লাখাই ইউনিয়ন ছাত্রকল্যাণ সার্বিক সহযোগিতা করেছেন।
আশা করি রিয়া দেবনাথ আবারো সুস্থ হয়ে স্কুলে ফিরবে। উপজেলা প্রশাসন ও লাখাই ইউনিয়ন ছাত্রকল্যাণের আহবানে যারা অর্থ সহায়তা দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শেয়ার করুন