দিরাই(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দিরাইয়ে মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্টে সি পি রয়্যালস (চন্ডিপুর) চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার বেলা ২ টায় দিরাই হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় সি পি রয়্যালস ও ডি এস সি (বি)। প্রথমে ব্যাট করে নির্ধারিত ১৬ ওভারে ১৭০ রান সংগ্রহ করে ডি এস সি (বি) দল। জবাবে ৫ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় সি পি রয়্যালস। খেলা শেষে পুরস্কার বিতরণ পুর্ব আলোচনায় দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দিরাই উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন। বিশেষ অতিথির বক্তব্য দেন, দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন, দিরাই উপজেলার সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল উদ্দিন, সাবেক সহসভাপতি সিরাজ উদ দৌলা, সাংগঠনিক সম্পাদক অভিরাম তালুকদার, দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের সহসভাপতি মোহাম্মদ টিপু চৌধুরী, সাধারণ সম্পাদক রয়েল মিয়া, দিরাই উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সিনহা, দিরাই প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম সরদার খেজুর, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন প্রমুখ।
আলোচনা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সর্বোচ্চ ৬০ রান সংগ্রহ করে ম্যাচ সেরা হয়েছেন সি পি রয়্যালসের সোহাগ। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সি পি রয়্যালসের মারুফ আহমেদ জয়। এছাড়া সর্বোচ্চ রান সংগ্রাহক ইলেভেন স্টার স্পোর্টিং ক্লাবের অধিনায়ক সাকিব ও সর্বোচ্চ উইকেট শিকারীর পুরস্কার জেতেন সিপি রয়্যালসের সিয়াম।