সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর উদ্যোগে এক আম্বরখানা অঞ্চলের এক কর্মীসভা ২৭ এপ্রিল শনিবার বিকাল সাড়ে চারটায় আম্বরখানাস্হ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
শ্রমিক নেতা শহীদ মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা আহ্বায়ক আবু জাফর,যুগ্ম আহ্বায়ক প্রণব জ্যোতি পাল, সংগ্রাম পরিষদ ৫নং ওয়ার্ড সভাপতি ইউসুফ আলী, ৬নং ওয়ার্ড সভাপতি আলিমুদ্দিন, আব্দুল জলিল,মুজিবুর রহমান,সাওন ইসলাম, শফিকুল ইসলাম, মুন্না,শাহ আলম, নাঈম আহমেদ,সাগর ইসলাম প্রমূখ।
কর্মীসভায় বক্তারা বলেন, নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধিতে শ্রমজীবী মানুষের নাভিশ্বাস উঠছে । গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়নের দাবি দীর্ঘদিনের। কিন্তু সরকার তা উপেক্ষা করে চলছে।বক্তারা ব্যাটারি চালিত যানবাহনের আটক-হয়রানি বন্ধের আহ্বান জানান।
কর্মীসভায় আগমী ১মে শ্রমিক দিবস উপলক্ষে মিছিল-সমাবেশ সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
শেয়ার করুন